spot_img

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মানবাধিকার কমিশনে আলোচনা সভা

অবশ্যই পরুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিশনের সচিব সেবাষ্টিন রেমা। উপস্থিত ছিলেন— কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) (জেলা জজ) বেগম মেহেরুন্নেসা এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক। এছাড়া কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা আজকের দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশন আশা করে— গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্যে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করে যাবে।

সর্বশেষ সংবাদ

৭ গোলের ম্যাচে হংকংয়ের কাছে শেষ মুহূর্তে বাংলাদেশের হার

শক্তিমত্তায় বেশ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ মুহূর্তে হতাশার হার দেখেছে বাংলাদেশ। দীর্ঘ সময় ৩-১ গোলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ