spot_img

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের

অবশ্যই পরুন

জুলাই অভ্যুত্থানের ১৫৮ জন সমন্বয়ককে আমন্ত্রণ না জানানোয় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সোমবার (৪ আগস্ট) দিনগত রাত ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে মাসউদ লেখেন, ‘আগামীকাল (আজ) জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো কতগুলা আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্যে জায়গা হবে না।’

১

তিনি আরও লেখেন, ‘জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না! যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকার, বছর না পেরোতেই তারা মূল্যহীন।’

আব্দুল হান্নান মাসউদ তার সহযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি প্রাপ্য সম্মান না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে- তারা এবং সব শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।’

সর্বশেষ সংবাদ

মহেশ বাবুর ‘এসএসএমবি ২৯’ ছবিতে নতুন চমক

মহা প্রত্যাশিত মহেশ বাবু–এস এস রাজামৌলির অ্যাকশন-অ্যাডভেঞ্চার প্রজেক্ট ‘এসএসএমবি২৯’ আপাতত থেমে গেল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কেনিয়ার জাতীয় উদ্যানে শুটিং...

এই বিভাগের অন্যান্য সংবাদ