spot_img

দশ বছর পর কী কথা হলো দেব-শুভশ্রীর, নেট দুনিয়ায় ভাইরাল সেই মুহূর্ত (ভিডিও)

অবশ্যই পরুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক দশক পর একসাথে প্রকাশ্যে এলেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। দর্শকদের আবেগে নাড়া দিয়ে তারা হাজির হলেন ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। বহু বছর পর একসঙ্গে একই মঞ্চে দাঁড়ানো এই তারকা জুটিকে ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনার জোয়ার বইছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে দেব-শুভশ্রীর সঙ্গে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, সংগীত পরিচালক অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং গায়ক ঈশান মিত্র। একসময় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত ছিলেন দেব ও শুভশ্রী। তাই এই পুনর্মিলন শুধু পেশাগত নয়, আবেগের এক বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।

দেব ও শুভশ্রীর শেষ কাজ ছিল বহু আলোচিত ‘ধূমকেতু’ সিনেমা। শুটিং শেষ হলেও নানা কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পর তারা আর একসঙ্গে কাজ করেননি। তবুও, তাদের জুটির প্রতি দর্শকের ভালোবাসা কখনও ফিকে হয়নি। সেই স্মৃতি জাগিয়ে আবার সামনে এলেন তারা একই মঞ্চে, একসঙ্গে হাজির হয়ে।

টলিপাড়ার জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে এসেছে ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার। আর তাকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে উঠে আসে ‘ধুমকেতু’র পেছনের গল্প, সৃষ্টি-প্রক্রিয়ার নানা মুহূর্ত। অনুপম রায় ও ঈশান মিত্র মঞ্চ মাতিয়ে তোলেন গানে গানে।

শেষ পর্যন্ত সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত দেব এবং শুভশ্রীর একসাথে মঞ্চে আগমন। দেব পরেছিলেন কালো পোশাক, শুভশ্রীর পরনে ছিল কালো গাউন। দর্শকদের চোখে জল, মুখে হাসি—দুজনকে সঙ্গে দেখে আবেগে ভাসেন দুই তারকার ভক্তরা। মঞ্চেই ঘটে যায় এক চমক। শুভশ্রী দেবকে বলেন, “আমার সঙ্গে বন্ধুত্ব করবে?” দেব অবাক হয়ে বলেন, “কেন?” শুভশ্রীর উত্তর, “এমনি।” এক মুহূর্তেই ফিরে আসে সেই বিখ্যাত ‘চ্যালেঞ্জ’ সিনেমার দৃশ্য। এই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাই রাল। দুই তারকার ভক্তরা শেয়ার করছেন। (ভিডিও দেখতে এখানে ক্লিক করু)

সর্বশেষ সংবাদ

বিদায়বেলায় ঘরের মাঠে শেষ ম্যাচটা খেলতে পারবেন তো মেসি!

লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে চোটে পড়েছেন লিওনেল মেসি। বাধ্য হয়েই ম্যাচের ১২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ