যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার কাছাকাছি দুইটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। তবে সাবমেরিন দুটি পারমাণবিক শক্তি চালিত না পারমাণবিক অস্ত্রবাহী..তা স্পষ্ট করেননি ট্রাম্প।
এই প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এসব সাবমেরিন এমনিতেই যুদ্ধের প্রস্তুতিতে থাকে এবং এতে উত্তেজনার কিছু নেই। তিনি বলেন, পারমাণবিক বিষয়ে সবাইকে ‘অত্যন্ত সতর্ক’ থাকতে হবে। খবর বিবিসির। ট্রাম্প এই পদক্ষেপ নেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘উসকানিমূলক’ মন্তব্যের প্রতিক্রিয়ায়। মেদভেদেভ ট্রাম্পকে রাশিয়ার বিরুদ্ধে ‘আল্টিমেটামের খেলা’ খেলায় অভিযুক্ত করেন। তবে মেদভেদেভ ট্রাম্পের জবাবে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
এদিকে, মার্কিন দূত স্টিভ উইটকফ বুধবার মস্কো সফর করবেন। পেসকভ জানিয়েছেন, এই সফর গুরুত্বপূর্ণ এবং এতে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৮ আগস্টের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর তেলসহ বিভিন্ন রপ্তানিপণ্যে কঠোর শুল্ক আরোপ করা হবে। যদিও তিনি স্বীকার করেছেন, রাশিয়া নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে ‘দারুণ দক্ষ’।
রাশিয়া এখনো ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজেদের পূর্ব শর্তে অনড়-যেমন, ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হওয়া, সামরিক শক্তি কমানো এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা বাদ দেয়া-যা ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্য নয়।