spot_img

রিয়াল মাদ্রিদ ছেড়ে জন্মভূমিতে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা

অবশ্যই পরুন

২০২০ সালে ফ্লামেঙ্গো থেকে ৩০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রেইনিয়ার জেসুস। তবে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় লস ব্লাঙ্কোসদের সিনিয়র দলের হয়ে এক মিনিটও মাঠে নামতে পারেননি তিনি। তাই পাঁচ বছরের অপ্রাপ্তির পর ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

রিয়ালের ব্যর্থ অধ্যায় পেছনে ফেলে রেইনিয়ার জেসুস যোগ দিচ্ছেন ব্রাজিলের ক্লাব অ্যাতলেতিকো মিনেইরোতে। সাড়ে চার বছরের চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটির জার্সিতে খেলবেন এই মিডফিল্ডার। এর আগে রিয়ালের স্কোয়াডে সুযোগ না পেয়ে ধারে বরুশিয়া ডর্টমুন্ড, জিরোনা ও গ্রানাডা এবং ইতালির ফ্রোসিনোনের হয়ে খেলেছেন তিনি।

২০২০ সালে টোকিও অলিম্পিকে ব্রাজিলের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন রেইনিয়ার জেসুস। পরের বছর অর্থাৎ ২০২১ সালে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ডিএফবি-পোকাল জয়েরও অংশ ছিলেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদ তার বিক্রি থেকে ভবিষ্যতে লাভের জন্য ৫০ শতাংশ বিক্রির হক রাখছে।

কাতারভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম বিইনস্পোর্টস জানিয়েছে, ‘রেইনিয়ার জেসুসকে মিনেইরোর খেলোয়াড় হিসেবে এই সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। সম্ভাবনা আছে, আগামী বুধবার নিজের পুরনো ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে কিংবা রোববার ভাস্কো দা গামার বিপক্ষে তার অভিষেক হতে পারে।’

আন্তর্জাতিক ফুটবলে অভিষেক না হলেও ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেলেছেন রেইনিয়ার জেসুস। ক্লাব ফুটবলে নিজ দেশের লিগে ফিরে তিনি নিজেকে প্রমাণ করে জাতীয় দলে জায়গা করে নিতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

শ্রুতির আবেগঘন চরিত্রে ‘কুলি’তে নতুন মাত্রা

‘কুলি’ ছবি থেকে প্রকাশ্যে এসেছে শ্রুতি হাসানের নতুন লুক। আর তাতেই চমকে উঠেছেন দর্শকরা। চোখে ভয়, মুখে দৃঢ়তা, গলায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ