spot_img

শ্রুতির আবেগঘন চরিত্রে ‘কুলি’তে নতুন মাত্রা

অবশ্যই পরুন

‘কুলি’ ছবি থেকে প্রকাশ্যে এসেছে শ্রুতি হাসানের নতুন লুক। আর তাতেই চমকে উঠেছেন দর্শকরা। চোখে ভয়, মুখে দৃঢ়তা, গলায় ব্যথা—এক আবেগপ্রবণ, তীব্র এক চরিত্রে দেখা যাচ্ছে শ্রুতিকে। হাই-অক্টেন অ্যাকশন আর গোল্ড-স্মাগলিংয়ের উত্তাল গল্পে তিনিই যেন হয়ে উঠেছেন আবেগের কেন্দ্রবিন্দু।

লোকেশ কানাগরাজ পরিচালিত এই মাস এন্টারটেইনারে রয়েছেন রাজিনীকান্ত, আমির খান এবং নাগার্জুনার মতো তারকারা। কিন্তু শ্রুতির সংযত উপস্থিতিতেই দর্শকের নজর আটকে যাচ্ছে। চরিত্রটি যে গল্পে বড়সড় মোড় আনবে, সে আভাস মিলছে ছবির সাম্প্রতিক ঝলকেই।

ভক্তদের মতে, শ্রুতির পারফরম্যান্স এই ছবির ‘ইমোশনাল অ্যাংকর’। কেউ লিখেছেন, “মাসের সঙ্গে ইমোশনের এমন মেলবন্ধন অনেক দিন দেখা যায়নি।” কেউ বলছেন, “শ্রুতি হাসানের এই রূপ ছবির মেজাজই বদলে দেবে।”

‘কুলি’ মুক্তি পাচ্ছে ১৪ অগাস্ট। তার আগেই শ্রুতিকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে টগবগিয়ে। অ্যাকশনের জোরে যেমন থিয়েটার কাঁপবে, তেমনই শ্রুতির আবেগ-ভরা অভিনয় হয়তো ছুঁয়ে যাবে দর্শকের হৃদয়।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, যা বললেন অপু

একদিকে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব-বীর-বুবলী। অন্যদিকে, ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। গতকাল রোববার (৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ