spot_img

হাসিনা ও কামালের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৬ আগস্ট

অবশ্যই পরুন

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ হয়।

জুলাই আন্দোলনের সময় রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসা নিয়ে ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’, বলেছিল শেখ হাসিনা। ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে জবানবন্দিতে এ কথা বলেন আন্দোলনে পা হারানো আব্দুল্লাহ আল ইমরান।

ইমরান বলেন, ‘এর ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসা পাননি। এমনকি অন্য হাসপাতালে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি তাদের।’

সর্বশেষ সংবাদ

নেপালের সরকারপ্রধান হিসেবে যাকে চায় ‘জেন জি’

বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালে নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। এরমধ্যে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে পরবর্তী...

এই বিভাগের অন্যান্য সংবাদ