লিওনেল মেসির ফের চোট পাওয়া ঘিরে আবারও দুশ্চিন্তায় তার ভক্ত-সমর্থকরা। লিগস কাপের দ্বিতীয় ম্যাচে নেক্সাকার বিপক্ষে খেলতে নেমে রোববার মাত্র ১১ মিনিটেই মাঠ ছাড়েন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা। মায়ামির ঘরের মাঠ ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হঠাৎ চোট অনুভব করায় বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি, যার পর থেকেই তার পরবর্তী ম্যাচ খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আর্জেন্টাইন ফুটবল জাদুকরের চোট কতটা গুরুতর, তা জানতে ভক্ত-সমর্থক মুখিয়ে ছিলেন। কবে ফের আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা মাঠে ফিরবেন, সেটি জানার কৌতূহলও চরম পর্যায়ে ছিল তাদের।
মেসির পাগলা ভক্তদের জন্য চোট বিষয়ে হালনাগাদ তথ্য দিয়েছে ইন্টার মায়ামি। ক্লাব জানিয়েছে, মেসির ফেরার সময়সীমা এখনো নির্ধারিত হয়নি। সেটি নির্ভর করবে চিকিৎসায় তার শরীর কেমন সাড়া দিচ্ছে তার ওপর।
এক বিবৃতিতে ক্লাবটি জানায়, গত রাতের লিগস কাপ ম্যাচে নেক্সাকার বিপক্ষে খেলার সময় মেসি যে পেশির অস্বস্তি অনুভব করেছিলেন, তা মূল্যায়নের জন্য চিকিৎসা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে নিশ্চিত হয়েছে, তার ডান পায়ে হালকা পেশির চোট রয়েছে। চিকিৎসা ছাড়পত্র তার শরীরের অগ্রগতি ও চিকিৎসায় সাড়ার ওপর নির্ভর করবে।
ম্যাচের শুরুতেই বল নিয়ে বক্সে ঢোকার সময় মেসি নেক্সাকার রাউল সানচেজ ও আলেক্সিস পেনিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এরপরই চোট পান। পড়ে যাওয়ার পর হতাশ হয়ে হাত দিয়ে মাঠে আঘাত করেন এবং কয়েক মিনিট পর চিকিৎসকদের সহায়তা নেন। ১১ মিনিটে আনুষ্ঠানিকভাবে মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান মেসি।
ম্যাচ শেষে প্রধান কোচ হাভিয়ের মাচেরানো বলেন, মেসির চোটটি খুব গুরুতর নয় বলে মনে হচ্ছে। কারণ সে তেমন ব্যথা অনুভব করছিল না। বরং কিছুটা অস্বস্তি অনুভব করেছিল। ওই ম্যাচে ইন্টার মিয়ামি শেষ মুহূর্তে জর্দি আলবার গোলে ২-২ সমতায় ফেরে। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায়।