spot_img

ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পৌঁছাতে শর্ত জুড়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা

অবশ্যই পরুন

গাজায় খাবার সংকটের ফলে প্রভাব পড়েছে ইসরায়েলি জিম্মিদের ওপরও। এ অবস্থায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জিম্মিদের জীর্ণ-শীর্ণ দেহের ভিডিও প্রকাশ করার পরই পুরো পশ্চিমা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে।

এমন বাস্তবতার মুখে ইসরায়েল যদি কিছু শর্ত মেনে নেয় তাহলে হামাস জিম্মিদের কাছে খাবার সরবরাহের জন্য আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের সঙ্গে সমন্বয় করবে বলে জানিয়েছে। রোববার (৩ আগস্ট) হামাসের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে।

হামাস জানিয়েছে, রেড ক্রসের সঙ্গে সমন্বয়নের বিষয়টি নির্ভর করছে স্থায়ীভাবে ইসরায়েলকে মানবিক করিডের খুলে দেয়া এবং ত্রাণ সরবরাহের সময় বিমান হামলা বন্ধ রাখার ওপর।

ইসরায়েল কর্তৃপক্ষ বলছে, গাজায় এখনও ৫০ জন জিম্মি রয়েছেন। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২০ জন জীবিত।

শনিবার হামাস দুই দিনের ব্যবধানে ইসরায়েলি জিম্মি এভিয়াটার ডেভিডের দ্বিতীয় ভিডিও প্রকাশ করে। যেখানে ডেভিডকে অনেক জীর্ণ-শীর্ণ দেখা গেছে। ওই ভিডিওতে তাকে একটি গর্ত খুঁড়তে দেখা গেছে। যেখানে তাকে বলতে শোনা যায়, এটি তার নিজের কবর।

এদিকে ডেভিডের ভিডিও নিয়ে পশ্চিমা শক্তিগুলো ব্যাপক সরব হয়েছে। এছাড়া ইসরায়েলিদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ এ ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।

গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) স্থানীয় প্রতিনিধির সঙ্গে কথোপকথনের সময় তিনি জিম্মিদের মানবিক সহায়তা দেওয়ার জন্য রেড ক্রসকে অনুরোধ করেছেন।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, যা বললেন অপু

একদিকে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব-বীর-বুবলী। অন্যদিকে, ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। গতকাল রোববার (৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ