spot_img

শত্রুকে অবমূল্যায়ন করা আমাদের জন্য বড় ভুল হবে: হাতামি

অবশ্যই পরুন

ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার আমির হাতামি বলেছেন, ইসরায়েল থেকে এখনো হুমকি অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরণের শিথিলতা দেখানোর সুযোগ নেই।

আজ রোববার (৩ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

হাতামি বলেন, ‘১ শতাংশ হুমকিও ১০০ শতাংশ গুরুত্ব দিয়ে নিতে হবে। শত্রুকে অবমূল্যায়ন করা আমাদের জন্য বড় ভুল হবে।’

তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এখনো সম্পূর্ণ সক্রিয় এবং অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছে।

গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা ‘১২ দিনের যুদ্ধ’ নামে পরিচিত হয়ে ওঠে। এর পাল্টা জবাবে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের লক্ষ্যবস্তুতে।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র হয় এবং বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল।

ইরানি সেনাপ্রধানের বক্তব্যের আগে গত মাসে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘যদি ইরান আবার হুমকি দেয়, তাহলে তারা নতুন করে আমাদের প্রতিক্রিয়া দেখতে পাবে।’

সর্বশেষ সংবাদ

বাহরাইনে বাংলাদেশিদের ভিসা সহজ করতে আলোচনা

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমা বাহরাইন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ