spot_img

ট্রাম্পের আদেশে ১২ বছর পর আবার স্কুলে ফিরছে ‘প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্ট’

অবশ্যই পরুন

আমেরিকার সরকারি স্কুলের শিক্ষার্থীরা আবারও খেলাধুলার পোশাক পরে মাঠে নামতে যাচ্ছে প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্টে অংশ নিতে, যা প্রায় এক দশক আগে বন্ধ হয়ে গিয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে এ পরীক্ষাটি আবার চালুর ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রেসিডেনশিয়াল ফিটনেস টেস্ট এবং প্রেসিডেনশিয়াল ফিটনেস অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে পুন:স্থাপন করা হচ্ছে। এটি একটি দারুণ ঐতিহ্য ছিল, এবং আমরা সেটি ফিরিয়ে আনছি।’

এই ফিটনেস টেস্টের সূচনা হয় ১৯৫৬ সালে প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ারের আমলে। তবে ২০১২ সালে এটি বাতিল করে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘প্রেসিডেনশিয়াল ইয়ুথ ফিটনেস প্রোগ্রাম’ চালু করেন, যা ছিল একটি আধুনিক, স্বাস্থ্যকেন্দ্রিক স্কুলভিত্তিক উদ্যোগ।

নতুন আদেশে প্রেসিডেন্টের স্পোর্টস, ফিটনেস ও নিউট্রিশন কাউন্সিলের কার্যক্রম সম্প্রসারণের কথাও বলা হয়েছে, যার মূল উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও স্বাস্থ্যবান, সক্রিয় ও সুশৃঙ্খল করে গড়ে তোলা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবিসি নিউজকে জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চান, আগামী প্রজন্ম যেন স্বাস্থ্যবান, সবল ও সাফল্যবান হয়। এজন্য সক্রিয় জীবনযাপনের ওপর জোর দিয়ে এক নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা বছরের পর বছর ধরে প্রভাব ফেলবে।’

হাভার্ড হেলথের তথ্যমতে, পুরনো ফিটনেস পরীক্ষাগুলোতে সাধারণত এক মাইল দৌড়, পুশ-আপ বা পুল-আপ, সিট-আপ, শাটল রান এবং ‘সিট অ্যান্ড রিচ’ অন্তর্ভুক্ত ছিল। তবে ট্রাম্প প্রশাসনের নতুন পরীক্ষায় কী কী থাকবে, তা এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছেন রেসলিং কিংবদন্তি ট্রিপল এইচ। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউসে ফিটনেস সংক্রান্ত এক পরিষদের বিল স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের আমন্ত্রণে যান ১৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই রেসলার।

এই পদক্ষেপ এমন এক সময় এসেছে, যখন ট্রাম্প প্রশাসন ক্রীড়াক্ষেত্রে নানা বিষয়ে হস্তক্ষেপ করছে, যার মধ্যে রয়েছে নারীদের খেলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণ নিষিদ্ধ করার উদ্যোগ। পাশাপাশি, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র আয়োজিত হতে যাচ্ছে কয়েকটি বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট—২০২৬ সালে ফিফা বিশ্বকাপ, ২০২৮ সালে অলিম্পিক গেমস এবং রাইডার কাপের মতো প্রতিযোগিতা।

সূত্র: এবিসি নিউজ, গার্ডিয়ান।

সর্বশেষ সংবাদ

শত্রুকে অবমূল্যায়ন করা আমাদের জন্য বড় ভুল হবে: হাতামি

ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার আমির হাতামি বলেছেন, ইসরায়েল থেকে এখনো হুমকি অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরণের শিথিলতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ