spot_img

জাতিসংঘ বলছে, তাদের প্রতিবেদন কেউ পড়ে না

অবশ্যই পরুন

জাতিসংঘের দক্ষতা বৃদ্ধির ও খরচ কমানোর লক্ষ্যে তৈরি এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিজস্ব রিপোর্টগুলো খুব একটা পড়া হয় না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১ আগস্ট) বিভিন্ন দেশের প্রতিনিধিদের এ প্রতিবেদন সম্পর্কে অবহিত করেন। খবর রয়টার্সের।

র।জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে গঠিত ‘ইউএন৮০ সংস্কার টাস্কফোর্স’ এই প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের মতো বিভিন্ন সংস্থা প্রদত্ত হাজার হাজার আদেশ কীভাবে বাস্তবায়ন করা হয়, তা বিশ্লেষণ করা হয়েছে।

গত বছর গুতেরেস জানান, ২৪০টি সংস্থার অংশগ্রহণে ২৭ হাজার মিটিং আয়োজন করেছিল জাতিসংঘ। আর ১ হাজার ১০০ রিপোর্ট তৈরি করেছে সেক্রেটারিয়েট। ১৯৯০ সালের তুলনায় তা ২০ শতাংশ বেশি।

তিনি বলেন, ‘এই বিপুল সংখ্যক বৈঠক এবং রিপোর্ট জাতিসংঘ ব্যবস্থাকে ভেঙে পড়ার পথে ঠেলে দিচ্ছে।’

গুতেরেস আরও বলেন, ‘এই রিপোর্টগুলোর অনেকগুলোই তেমন পড়া হয় না। শীর্ষ ৫ শতাংশ রিপোর্ট ৫ হাজার ৫০০ বারের বেশি ডাউনলোড হয়। আর প্রতি পাঁচটির মধ্যে একটি রিপোর্টের ডাউনলোড সংখ্যা ১ হাজারেরও নিচে। আর ডাউনলোড মানেই পড়া নয়।’

জাতিসংঘ টানা সপ্তম বছরের মতো আর্থিক সংকটে পড়ার পর, চলতি বছরের মার্চে গুতেরেস ‘ইউ৮০ টাস্কফোর্স’ চালু করেন। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে, ১৯৩টি সদস্য রাষ্ট্রের সবাই সময়মতো এবং সম্পূর্ণ অর্থে তাদের নির্ধারিত চাঁদা পরিশোধ করে না।

সর্বশেষ সংবাদ

পরস্পরের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান-পাকিস্তান

ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে একে অপরকে সমর্থন দেওয়ার প্রয়োজনে ইরান ও পাকিস্তানের মধ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ