নতুন মৌসুম শুরুর আগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন বার্সা মিডফিল্ডার গাভি। গতবারের তিক্ত অভিজ্ঞতায় বার্সাকে নিয়ে এবার রিয়াল একটু বেশিই চিন্তিত বলে বিশ্বাস তার। দলবদলে গ্যালাক্টিকোরা নিজেদের শক্তি বাড়ালেও তা নিয়ে চিন্তিত নন গাভি। সেইসাথে এবারের ব্যালন ডি’অর ইয়ামালের হাতে উঠবে বলেও মনে করেন তিনি।
গত মৌসুমে মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছিল বার্সা। ঘরোয়া ট্রেবল জিতেছিল ক্লাবটি। প্রাক মৌসুমেও অব্যাহত সেই জয়ের ধারা। মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচগুলোতে আলো ছড়াচ্ছেন গাভি। চোটের জন্য গত মৌসুমে অনেকটা সময়ই থাকতে হয়েছে মাঠের বাইরে।
শেষ কয়েকবারের দেখায় বার্সার কাছে নাকানি-চুবানি খেয়েছে রিয়াল। চারবারের দেখায় প্রতিবারই পেয়েছে হারের স্বাদ।
গাভি বলেন, আগামী মৌসুমেও রিয়াল মাদ্রিদ আমাদের নিয়ে উদ্বিগ্ন থাকবে। গতবার চার ম্যাচের চারটিতে জয় পেয়েছিলাম আমরা। আগের বারের তিক্ত অভিজ্ঞতায় আমাদের নিয়ে এবার তারা একটু বেশিই চিন্তিত থাকবে।
এদিকে, গ্রীষ্মকালীন দলবদলে বেশ কিছু ফুটবলার কিনে স্কোয়াডে শক্তি বাড়িয়েছে রিয়াল। তবে এতে একটুও ভীত নন, বার্সার এই মিডফিল্ডার। বলেন, গত মৌসুমে আমরা দুর্দান্ত ছিলাম। আর ওরা কিছুই জিততে পারেনি। তবে এবার ওরা খুব ভালো কিছু খেলোয়াড় নিয়ে শক্তি বাড়িয়েছে। দেখা যাক ওরা এই মৌসুমে কেমন করে। ওদের দল দারুণ তবে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। এটাই আসল।
সাত বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেয়া ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই থাকছেন বিশ্বসেরাদের সঙ্গে তুলনায়। তাইতো এবার ব্যালন ডি’ওর জিতবে ইয়ামাল এমনটাই বিশ্বাস গাভির। বলেন, আশা করি, এবার সে ব্যালন ডি’ওর জিতবে। যদি এই বছর নাও জিততে পারে, তার বয়স কেবল ১৮। সে এখনও খুবই তরুণ। এই বয়সে ফেভারিটদের মধ্যে থাকাও অসাধারণ ব্যাপার। আমাদের দলে সে যা করছে এককথায় অসাধারণ।
কাতালানদের নেতৃত্ব দেয়ার স্বপ্ন বুনছেন বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা গাভি। একদিন ঠিকই তার হাতে উঠবে অধিনায়কের আর্মব্যান্ড— সেই আশায় বুক বেঁধে আছেন এই তরুণ মিডফিল্ডার।