spot_img

যুক্তরাষ্ট্রের সম্মতি পেলেই প্রকাশ করা হবে বাণিজ্য চুক্তির গোপনীয়তা: বাণিজ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি সম্পাদিত হওয়ার পর তার গোপনীয়তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, উভয় দেশের সম্মতি সাপেক্ষে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে, যা আন্তর্জাতিক রীতি এবং তথ্য অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তো‌জার সঙ্গে এক আলাপচারিতায় বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, চুক্তির আলোচনা চলাকালে গোপনীয়তা একটি স্বাভাবিক বিষয়, যা ব্যাংক, বীমা এমনকি ব্যক্তিগত সম্পদ হস্তান্তরের ক্ষেত্রেও প্রযোজ্য।

শেখ বশিরউদ্দীন জোর দিয়ে বলেন, চুক্তিতে এমন কোনো শর্ত থাকবে না, যা বাংলাদেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি বলেন, “নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিলে সক্ষমতার ঘাটতি হবে, তাতে বাণিজ্য চুক্তি করে লাভ হবে না।” যদি চুক্তির কোনো উপাদান দেশের সামষ্টিক অর্থনীতির ক্ষতি করে, তবে সেই চুক্তি কোনোভাবেই পালনযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি স্বীকার করেন যে আলোচনা চলাকালে দুর্ভাগ্যজনকভাবে চুক্তির কিছু অংশ ফাঁস হয়ে গিয়েছিল, তবে তাতে দেশের স্বার্থবিরোধী কিছু ছিল না। যেসব বিষয় বাংলাদেশের স্বার্থবিরোধী হতে পারত, সেখান থেকে বাংলাদেশ সরে এসেছে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৫টি বোয়িং বিমান কেনার বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্র এই বিষয়টি উত্থাপন করেনি। তিনি বলেন, এই বিষয়টি একমুখী এবং এই চুক্তি অনুযায়ী ২০৩৭ সালের আগে কোনো বিমান সরবরাহ সম্ভব নয়।

বরং যুক্তরাষ্ট্রের মূল আগ্রহ ছিল কৃষিপণ্য নিয়ে। বাংলাদেশ বছরে ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের খাদ্যপণ্য আমদানি করে, এবং যুক্তরাষ্ট্র কৃষিপণ্যের বৃহৎ উৎপাদক। বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ তুলা, সয়াবিন, ভুট্টা এবং গমের মতো কৃষিপণ্য আমদানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়াতে পারে বলে তিনি উল্লেখ করেন।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, বিমানের পরিচালন সক্ষমতা বৃদ্ধি না করে শুধু বিমান কিনে তেমন লাভ হবে না। তিনি আশা প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকার বিমানের পরিচালন সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নেবে।

সর্বশেষ সংবাদ

টটেনহ্যামের সঙ্গে এক দশকের যাত্রার ইতি টানার ঘোষণা সনের

টটেনহ্যামের সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানছেন সন হিউং-মিন। প্রিমিয়ার লিগের এই দক্ষিণ কোরিয়ান তারকা নতুন মৌসুম শুরুর আগেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ