spot_img

প্রধান অর্থনৈতিক তথ্য কর্মকর্তাকে বরখাস্তের ঘোষণা ট্রাম্পের

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশের দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রধানকে বরখাস্ত করছেন। এটি এমন এক সময়ের সিদ্ধান্ত, যখন প্রত্যাশার চেয়ে দুর্বল চাকরির প্রতিবেদন তার ট্যারিফ নীতির প্রতি আরও উদ্বেগ সৃষ্টি করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই তথ্যপ্রধান কমিশনার এরিকা ম্যাকএন্টারফারকে রাজনৈতিক উদ্দেশ্যে চাকরির সংখ্যা ‘বিকৃত’ করার অভিযোগ তুলেছেন।

এ সিদ্ধান্ত ওয়াল স্ট্রিটকে বিস্মিত করেছে এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে অর্থনৈতিক পরিসংখ্যানকে প্রভাবিত করার সম্ভাবনা নিয়ে আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে এমন সময়ে এ সিদ্ধান্ত যখন অনেক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্পের ট্যারিফ নীতি অর্থনীতির ক্ষতি করবে।

এ ঘোষণার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী শেয়ারবাজার কেঁপে ওঠে, কারণ ট্রাম্প বিশ্বের বিভিন্ন পণ্যের ওপর ট্যারিফ বৃদ্ধি করার পরিকল্পনা এগিয়ে নেন।

যুক্তরাষ্ট্রে তিনটি প্রধান সূচকই পড়ে যায়, যার মধ্যে এস অ্যান্ড টি ১.৬ শতাংশ কমে বন্ধ হয়। এর আগে ইউরোপ ও এশিয়ার বাজারেও বিক্রির ধাক্কা লাগে।

অক্সফোর্ড ইকোনমিকস-এর প্রধান মার্কিন অর্থনীতিবিদ রায়ান সুইট বলেন, শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) কমিশনারকে বরখাস্ত করা একটি উদ্বেগজনক সিদ্ধান্ত। ‘গুণগত মানসম্পন্ন অর্থনৈতিক তথ্য ব্যবসাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বেসরকারি সূত্র থেকে সহজে পাওয়া যায় না,’ বলেন তিনি।

তিনি আরও যোগ করেন, ‘এটি স্পষ্টতই ভুল পথে নেওয়া একটি পদক্ষেপ। তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে অনেক সমস্যা তৈরি হবে।’

ট্রাম্প যদিও তার ট্যারিফ পরিকল্পনা নিয়ে উদ্বেগকে গুরুত্ব দেননি। তিনি দাবি করেন, এগুলো যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে চাঙ্গা করবে ও বৈশ্বিক বাণিজ্য ভারসাম্য ফিরিয়ে আনবে।

তবে চলতি সপ্তাহে প্রকাশিত নতুন অর্থনৈতিক তথ্য এবং বিভিন্ন কোম্পানি থেকে ট্যারিফ খরচ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এই অনুমানগুলো উপেক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

শুক্রবার, শ্রম পরিসংখ্যান ব্যুরো জানায়, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে মাত্র ৭৩ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে। সংস্থাটি মে ও জুন মাসের চাকরি বৃদ্ধির পূর্বানুমানও ব্যাপকভাবে সংশোধন করে, আগে যা বলা হয়েছিল, তার চেয়ে ২.৫ লাখ কম চাকরি সৃষ্টি হয়েছিল।

ট্রাম্প এই সংশোধনকে উল্লেখ করে বলেন, তিনি ম্যাকএন্টারফারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আমাদের প্রয়োজন সঠিক চাকরির সংখ্যা। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি যে, এই বাইডেনের রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্ত করা হয়।’

শ্রম মন্ত্রণালয়ের প্রধান জানান, ব্যুরোর উপ-কমিশনার উইলিয়াম উইয়াট্রস্কি সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

টটেনহ্যামের সঙ্গে এক দশকের যাত্রার ইতি টানার ঘোষণা সনের

টটেনহ্যামের সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানছেন সন হিউং-মিন। প্রিমিয়ার লিগের এই দক্ষিণ কোরিয়ান তারকা নতুন মৌসুম শুরুর আগেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ