spot_img

ফিরছে ‘বিগ বস’, সালমান হবেন সরকারপ্রধান!

অবশ্যই পরুন

রিয়েলিটি শো ‘বিগ বস’ আবার ফিরছে। গতকাল রাতে সালমান খানের শোয়ের নতুন টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে ‘ঘরওয়ালো কি সরকার’-এর থিম দেখানো হয়েছে। অর্থাৎ এবার বাড়ির সিদ্ধান্ত শুধু বিগ বস নয়, বরং ‘বিগ বস’-এর বাড়ির সব সদস্য একসঙ্গে নিতে পারবেন। এর সঙ্গে সঙ্গে ‘বিগ বস ১৯’-এর প্রিমিয়ারের তারিখও ঘোষণা করা হয়েছে।

সালমান খান তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শোয়ের টিজার শেয়ার দিয়েছেন। যেখানে তিনি লেখেন, বিগ বসের একেবারে নতুন সিজন নিয়ে ফিরে এসেছি। এবার বাড়ির সদস্যরা তাদের নিজস্ব সরকার গঠন করবে।

টিজারে সালমান খান একজন রাজনীতিবিদের পোশাক পরে বলছেন, বন্ধু এবং শত্রুরা প্রস্তুত হও, কারণ বাড়ির লোকদের সরকার গঠিত হবে।

‘বিগ বস ১৯’ জিও হটস্টার ও কালারস টিভিতে শুরু হবে ২৪ আগস্ট থেকে। যদিও চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে ছোট পর্দার অনেক অভিনেতা ও সামাজিক মাধ্যমের তারকাদের নাম উঠে এসেছে, যার মধ্যে কিছু তারকা জুটিও থাকবেন, যারা বাস্তবে দম্পতি। সামাজিক মাধ্যমে প্রভাবশালী মুখের দেখাও মিলবে।

জানা গেছে, এবারের থিম ‘রিওয়াইন্ড’ অর্থাৎ পুরোনো বিগ বসের কিছু আইকনিক উপাদান যেমন– সিক্রেট রুম এবং খাবার ও পানীয় সম্পর্কিত কাজগুলোও ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে দর্শকদের মাধ্যমে মনোনয়ন এবং প্রতিযোগী কর্তৃক উচ্ছেদের মতো মনোনয়নে বড় পরিবর্তন আসতে চলেছে।

সর্বশেষ সংবাদ

শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে : শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ