spot_img

ইসরায়েলের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়া

অবশ্যই পরুন

গাজায় যুদ্ধের জেরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম কোনো দেশ হিসেবে স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর আল জাজিরা

মধ্য ইউরোপের এই দেশটি গত দুই সপ্তাহ আগে ইসরায়েলি মন্ত্রীদের অবাঞ্ছিত ঘোষণা করার পর নতুন এই সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব সরকারি একটি বৈঠকের পর বৃহস্পতিবার এ ঘোষণা দেন।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে স্লোভেনিয়া প্রথম ইসরায়েলি অস্ত্র আমদানি, রপ্তানি ও ট্রানজিট সুবিধার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতপার্থক্য ও ঐক্যের অভাবে… কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে না পারায় তারা ‘স্বাধীনভাবে’ এগিয়ে যাচ্ছে।

এতে বলা হয়েছে, গাজার ধ্বংসযজ্ঞের ফলে যেখানে মানবিক সহায়তা নিয়মিতভাবে বাধাগ্রস্ত হওয়ায় মানুষ প্রাণ হারাচ্ছে, সেখানে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের কর্তব্য হলো পদক্ষেপ নেওয়া।

গাজায় যুদ্ধের কারণে স্লোভেনিয়া গত ২০২৩ সালের অক্টোবর থেকেই ইসরায়েলে অস্ত্র ও অন্যান্য সাজসরঞ্জাম রপ্তানির অনুমোদন দেয়া বন্ধ রেখেছে। এছাড়া জুলাই মাসের শুরুর দিকে স্লোভেনিয়া ইইউ এর প্রথম দেশ হিসাবে ইসরায়েলের দুই কট্টর-ডাপন্থি মন্ত্রীর স্লোভেনিয়ায় প্রবেশ নিষিদ্ধ করে।

ফিলিস্তিনিদের মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন এবং চরম সহিংসতা চালানোর অভিযোগে ইসরায়েলের এই মন্ত্রীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে স্লোভেনিয়া। এবার দেশটি ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য নিষিদ্ধ করল।

সর্বশেষ সংবাদ

১২ বছর বয়সে পদক জিতে চীনা সাঁতারুর রেকর্ড

মাত্র ১২ বছর বয়সে যু জিদি পুলে নেমে গড়েছে বিশ্বসাঁতারের নতুন রেকর্ড। অথচ এই বয়সী অনেকেই থাকে পড়াশোনায় মগ্ন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ