spot_img

অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে: আইএসপিআর

অবশ্যই পরুন

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আন্ত বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। শুক্রবার (১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, গত ১৭ জুলাই ওই সেনা কর্মকর্তাকে নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, ওই সেনা কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা নিয়ে আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশক্রম সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি মেজর সাদিক নামে এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠে। এরপরই তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী।

সর্বশেষ সংবাদ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপার নবম শিরোপা ব্রাজিলের

ছেলেদের ফুটবলে সময়টা ভালো না গেলেও মেয়েদের ফুটবলে দাপট ধরে রেখেছে ব্রাজিল। ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে গতকাল (শনিবার)...

এই বিভাগের অন্যান্য সংবাদ