spot_img

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দল ঘোষণা বাফুফের

অবশ্যই পরুন

আগামী আগস্টে লাওসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঘোষিত দলে কোনো পরিবর্তন আনা হয়নি। সদ্যসমাপ্ত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ জেতা দলের সবাইকেই রেখেছেন কোচ পিটার বাটলার।

ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের মেয়েরা। ১১ থেকে ২১ জুলাই পর্যন্ত হওয়া টুর্নামেন্টে ছয় ম্যাচে ছয় জয়, পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে সাগরিকারা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার তারা লাওসে খেলতে যাচ্ছে এশিয়ান কাপের বাছাইপর্বে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২ আগস্ট দেশ ছাড়বেন খেলোয়াড়রা।

‎অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার।
ডিফেন্ডার: জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার।
মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।
ফরোয়ার্ড: পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।

বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর।

বাংলাদেশের খেলার সময়সূচি:

৬ আগস্ট: লাওস বনাম বাংলাদেশ

৮ আগস্ট: বাংলাদেশ বনাম পূর্ব তিমুর

১০ আগস্ট: বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া

এই বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট ৩৩টি দেশ। আটটি গ্রুপের শীর্ষ দল সরাসরি পাবে মূল পর্বের টিকিট। এছাড়া দ্বিতীয় স্থানে থাকা সেরা তিনটি দলও খেলবে ২০২৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল পর্বে।

উল্লেখ্য, অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের অতীত সাফল্য খুবই সীমিত। এখন পর্যন্ত খেলেছে ১২টি ম্যাচ, জয় মাত্র ২টি। তবে সাম্প্রতিক সাফ চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্স দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ব্যবহৃত মোজা

পপ সুপারস্টার মাইকেলের এক জোড়া ব্যবহৃত মোজা বিক্রি হয়েছে ফ্রান্সে। যা তিনি ১৯৯৭ সালে ফ্রান্সে একটি কনসার্টে পরেছিলেন। ফরাসি নিলামকারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ