spot_img

বাংলাদেশ-নেপাল সম্পর্ক জোরদারে তরুণরাই মূল চালিকাশক্তি: ঘনশ্যাম ভান্ডারি

অবশ্যই পরুন

একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। তিনি বলেন, জাতীয় পর্যায়ে পরিবর্তন আনার পাশাপাশি বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তরুণরাই মূল চালিকাশক্তি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স বিভাগ যৌথভাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই দুই দেশের তরুণ জনগোষ্ঠীকে তিনি কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তিনি আহ্বান জানান যাতে তরুণদেরকে দেশ ‘পরিবর্তনের হাতিয়ার’ হিসেবে গড়ে তোলা হয়।

তিনি বলেন, নীতি প্রণয়ন, ডিজিটাল উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মতো ক্ষেত্রগুলোতে তরুণদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে।

রাষ্ট্রদূত ভান্ডারী বলেন, বাংলাদেশ ও নেপাল স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে, তাই এখন নতুন উদ্যোক্তা তৈরি ও স্থানীয় পর্যায়ে নতুন নতুন ভাবনা ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া খুব দরকার।

রাষ্ট্রদূত বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর দেশকে এগিয়ে নিতে ও উন্নয়ন ধরে রাখতে হলে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা উদ্যোগগুলোকে সহায়তা দেওয়া খুবই জরুরি।

সেমিনারে বিআইআইএসএস ও আইইউবির কর্মকর্তারা, শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। তাঁরা আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

সর্বশেষ সংবাদ

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির বিষয়ে পুলিশের জরুরি বার্তা

অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনলাইন আবেদন করার সময়সীমা বিষয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ পুলিশ। রোববার (২৪ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ