spot_img

৩ আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল: রাকিব

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধের প্রেক্ষিতে ৩ আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল, জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সভাপতি বলেন, ৩ আগস্টে শহীদ মিনারে ছাত্র সমাবেশ জুন মাসে ঘোষণা করা হয়েছিল। কিন্তু একই জায়গায় সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই এলাকায় দুটি সমাবেশ হলেও সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। তারপরও কোনো ফাঁদে পা দেবে না ছাত্রদল।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ৪০টি সুপারিশের মধ্যে ৩-৪টি গৃহীত হয়েছে। তারপরও নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ছাত্রদল।

সর্বশেষ সংবাদ

ডি পলের অভিষেক ম্যাচে জিতলো মায়ামি

আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল কিছুদিন আগেই স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন লিওনেল মেসির ইন্টার মায়ামিতে। যদিও...

এই বিভাগের অন্যান্য সংবাদ