মার্কিন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দেশটির মন্ট্রিয়ালে একটি রেস্টুরেন্টে ঘনিষ্ঠভাবে ডিনারে (নৈশভোজ) দেখা গেছে। সে ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এমনকি দু’জনার মধ্যকার নতুন সম্পর্কের গুঞ্জনও উঠেছে। ( ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)
যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেড এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ জুলাই রাতে মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্টুরেন্ট ‘লে ভায়োলিনে’ একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে তাদের।
সংস্থাটির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, কেটি পেরি ট্রুডোর সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন তিনি। এ সময় ট্রুডো কী বলতে চাইছেন, তা শোনার জন্য বেশ আগ্রহীও দেখা গেছে কেটিকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কঠোর নিরাপত্তার মধ্যে ককটেল ও লবস্টারসহ নানা ধরনের পদ উপভোগ করেছেন তারা। রেস্টুরেন্টের শেফ নিজে তাদের সঙ্গে কথা বলেন এবং খাবার শেষে রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান এই জুটি।
প্রসঙ্গত, কেটি বর্তমানে কানাডায় কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পাশাপাশি অটোয়াতেও পারফর্মের কথা রয়েছে তার। ব্যক্তিজীবনে কিছুদিন আগেই দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছেন এ মার্কিন পপ তারকা।
এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকা অরল্যান্ডো-কেটির একটি কন্যাসন্তান রয়েছে, নাম ডেইজি ডাভ। এ মাসের শুরুতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। তবে বিচ্ছেদ ঘোষণার পরও মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের।
এদিকে ট্রুডো ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরির সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই দম্পতির জাভিয়ের, এলা-গ্রেস ও হ্যাড্রিয়েন নামে তিনটি সন্তান রয়েছে।