জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নী সাহা এবং নারায়ণগঞ্জের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়াকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটির পৃথক কর্মকর্তারা।
বুধবার (৩০ জুলাই) সকালে দুদকের উপ সহকারী পরিচালক পারুল আক্তার সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে তার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
একই দিন নারায়ণগঞ্জের ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়াকে চার দিনের রিমান্ড শেষে জিজ্ঞাসা করছে দুদক। তার বিরুদ্ধে ১৪ হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি।