টলিউডের আলোচিত ও জনপ্রিয় এক জুটি ছিলেন দেব ও শুভশ্রী। পর্দার রোমান্স থেকে বাস্তব জীবনের প্রেম—সবখানেই তাদের নিয়ে মাতত দর্শকদের কৌতূহল। তবে সম্পর্কের ছন্দপতনের পর পর্দা এবং বাস্তব দুই জায়গা থেকেই হারিয়ে যান এই জুটি। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী, সেই বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ নিয়ে। দর্শকদের nostalgic করে তুলছে এই পুনর্মিলন, নতুন করে প্রাণ ফিরেছে টলিউডে।
আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি, আর এর সঙ্গেই নতুন করে আলোচনায় উঠে আসছেন দেব-শুভশ্রী। বিচ্ছেদের পর ‘ধূমকেতু’র কাজ শুরু হলেও নানা জটিলতায় ছবিটি আটকে ছিল। এদিকে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই জুটিকে আবারও একসঙ্গে দেখার জন্য।
অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। ছবি মুক্তির আগে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেব তাদের সম্পর্ক এবং পর্দার রসায়ন নিয়ে মুখ খুলেছেন।
দেব স্পষ্ট জানিয়েছেন, ‘এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব অনস্ক্রিন জুটি হিসেবে।’ তার এই মন্তব্যে ভক্তদের মাঝে নতুন করে নস্টালজিয়া তৈরি হয়েছে।
আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘একটা প্রজন্ম একটা সময় আমাদের সঙ্গে ছিল। আজ তারা বড় হয়েছে, কেউ হয়তো বিদেশে চাকরি করছে। লন্ডনে শ্যুটিংয়ের সময় অনেক বাঙালি আমাকে বলেছেন, ‘ধূমকেতু’ কিন্তু লন্ডনে দেখাতে হবে। তারা ঢাকা বা মেদিনীপুরের মতো বিভিন্ন জায়গা থেকে এসে দেব-শুভশ্রীর ভক্ত হিসেবে সিনেমা দেখতেন।’
৯ বছরের দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রী জুটিকে আবারও বড় পর্দায় দেখতে পাওয়ার উচ্ছ্বাস এখন তুঙ্গে। ‘ধূমকেতু’ কি পারবে সেই পুরোনো জাদু ফিরিয়ে আনতে এবং দর্শকদের প্রত্যাশা পূরণ করতে? সময়ই এর উত্তর দেবে।