spot_img

ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা, যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুঙ্কার

অবশ্যই পরুন

ইউক্রেনের একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত।

মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জাপোরিঝিয়ায় সোমবার রাতভর চলে এই অভিযান। হামলায় ধ্বংস হয়ে গেছে কারাগারের একাধিক ভবন। একইসাথে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ঘরবাড়ি। রাজধানী কিয়েভেও চালানো হয় ড্রোন হামলা। আহত হয় শিশুসহ কমপক্ষে ৮ জন। ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে বলে দাবি পুতিন বাহিনীর।

অন্যদিকে, ইউক্রেনের স্তারো-কোস্তিয়ান-তিনিভে রাতভর একযোগে চালানো হয়েছে ড্রোন, ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল হামলা। যদিও ৩শ’রও বেশি ড্রোন ও মিসাইল প্রতিহতের দাবি করেছে কিয়েভ।

এদিকে, ইউক্রেনে যুদ্ধ বন্ধের পথে অগ্রগতি দেখানোর জন্য রাশিয়াকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য রাশিয়ার হাতে রয়েছে ‘১০ থেকে ১২ দিন’। অন্যথায় তাদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করার মতো পূর্ণ সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ