spot_img

‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে চায় সরকার’

অবশ্যই পরুন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত উন্নয়নে বিভিন্ন পর্যায়ে গবেষণা ও কাজ করা বেসরকারি সংগঠনগুলোর সাথে যুক্ত হয়ে সরকার কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে আপাসেন ইন্টারন্যাশনাল এবং ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, একই গবেষণা বারবার না করে যারা বেসরকারি পর্যায়ে কাজ করছে তাদের গবেষণালব্ধ তথ্য-উপাত্ত নিয়ে সরকার সমন্বিত উদ্যোগ নিলে সময় অপচয়ের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে। এই গবেষনা ভবিষ্যতে নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা।

সর্বশেষ সংবাদ

গাজার জন্য যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাছে বিস্ফোরণ

গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযানের কাছাকাছি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং আকাশে ইসরায়েলি ড্রোন...

এই বিভাগের অন্যান্য সংবাদ