আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সব ধরনের আপত্তি ও সংশোধন প্রক্রিয়া শেষ করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এতে নতুন করে যুক্ত হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার ভোটার।
মঙ্গলবার (২৮ জুলাই) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
ইসি সচিব জানান, চলতি বছর ১০ জুলাইয়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদে ভুলত্রুটি সংশোধনের কাজ শেষ হয়েছে। নিবন্ধনের সময় ৮৭ শতাংশ তথ্য সঠিকভাবে সংগ্রহ করা গেলেও ১৩ শতাংশ ডেটায় করণিক ত্রুটি ছিল, যা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।
এর আগে, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের কাজ শুরু করে ইসি। সর্বশেষ ২ মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। নতুন ভোটার যুক্ত হওয়ায় এবার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটিতে পৌঁছাবে বলে জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকাটি দেশজুড়ে সব উপজেলা নির্বাচন কার্যালয়সহ স্থানীয় পর্যায়ে প্রকাশ করা হবে। সংশ্লিষ্টরা সেখানে গিয়ে তালিকাটি যাচাই করতে পারবেন এবং প্রয়োজনে আপত্তি জানাতে পারবেন।
এদিকে, নির্বাচন কমিশন বলছে, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।