spot_img

ইসরায়েলকে স্বীকৃতির সম্ভাবনা নাকচ করলো পাকিস্তান

অবশ্যই পরুন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো কর্মসূচি ইসলামাবাদের নেই। ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান নীতিগত ও অপরিবর্তনীয় বলেও তিনি মন্তব্য করেন।

নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, ‘আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা করছি না। ফিলিস্তিনিদের অধিকার আদায়ের প্রশ্নে পাকিস্তান সবসময় অঙ্গীকারবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘ইরানে হামলার সময় আমরা একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছি। কিন্তু কূটনৈতিক সম্পর্ক থাকার মানে এই নয় যে ভুলকে সমর্থন করা হচ্ছে।’

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে এক উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নিয়ে দার বলেন, এখনই সময় ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার।

তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তায় নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার, যুদ্ধাপরাধের জবাবদিহিতা এবং মানবতাবিরোধী অপরাধ বন্ধের আহ্বান জানান।

দার বলেন, ‘এই সংঘাত ৭৫ বছরের বেশি সময় ধরে চলছে। এটি শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়, এটি একটি মানবিক ব্যর্থতাও। নিরীহ মানুষ হত্যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।’

তিনি ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান এবং ফ্রান্স ও সৌদি আরবের যৌথভাবে সম্মেলন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

‘পাকিস্তান আত্মনিয়ন্ত্রণের অধিকারে বিশ্বাস করে এবং ফিলিস্তিনিদের পাশে থাকবে,’ — বলেন দার।

আঞ্চলিক বিষয় নিয়ে দার বলেন, ভারতের সঙ্গে যেকোনো আলোচনা হতে হবে সামগ্রিকভাবে। ‘একটি বিষয়ে আলোচনা নয়, সব বিষয় নিয়েই আলোচনার দরকার আছে। এটাই আমাদের স্পষ্ট অবস্থান,’ বলেন তিনি।

তিনি জানান, বর্তমানে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি বজায় আছে এবং সিন্ধু পানি চুক্তির মতো আন্তর্জাতিক চুক্তি কোনো পক্ষ একতরফাভাবে বাতিল করতে পারে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সূত্র: সামা টিভি

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা, যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুঙ্কার

ইউক্রেনের একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত। মঙ্গলবার (২৯ জুলাই) এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ