spot_img

এমনভাবে গণহত্যার বিচার হবে, যেন কেউ প্রশ্ন না তোলে: আসিফ নজরুল

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের আমলেই গণহত্যার বিচার হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘এমনভাবে গণহত্যার বিচার করা হবে, যেন কেউ প্রশ্ন না তোলে।’ তিনি বলেন, ‘এই বিচার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যে প্রক্রিয়ায় কাজ এগিয়ে যাচ্ছে, এই সরকারের আমলেই গণহত্যার বিচার পাবে শহীদ পরিবার। এমনভাবে সাক্ষ্য এবং প্রক্রিয়া রেখে যাওয়া হবে, যা কোনোভাবেই ব্যত্যয় ঘটানো যাবে না।’

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘শাসন কাজে আমাদের ন্যূনতম অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু চেষ্টায় ব্যর্থতা নেই।’

তিনি বলেন, ‘গণহত্যার বিচারের কাজে সরকার এমনভাবে যুক্ত আছে যে, আমরা নিজেরাই বলি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, জনগণের কাছে মুখ দেখাতে পারবো না। তবুও সমালোচনা হয়, সরকারে আছি তাই সহ্য করি।’ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে। শহীদ পরিবারের অভিযোগ গ্রহণযোগ্য, কিন্তু অন্য কেউ যখন বলে বিচার কাজ দৃশ্যমান নয়, তখন তা বিস্ময়কর।’

শেখ হাসিনার বর্তমান অডিও শুনলে এখনো বোঝা যায়, পুনরায় হত্যাকাণ্ডের আকাঙ্ক্ষা তার আছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা যে নৃশংসতা ঘটিয়েছে, মুক্তিযুদ্ধের সময়েও সে রকম হয়নি।’

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা, যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুঙ্কার

ইউক্রেনের একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত। মঙ্গলবার (২৯ জুলাই) এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ