spot_img

‘গাজায় নরকের দরজা খোলা হবে, যদি জিম্মিদের মুক্তি না দেয়া হয়’

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সতর্ক করে বলেছেন যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস) যদি বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে ‘গাজায় নরকের দরজা খুলে যাবে’।

স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) কাৎজ বলেন, ‘আমি এখান থেকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি এবং আমার প্রতিটি শব্দের অর্থ আছে—যদি হামাস জিম্মিদের মুক্তি না দেয়, গাজায় নরকের দরজা খুলে যাবে।’

তিনি আরও যোগ করেন যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ‘পূর্ণ শক্তি নিয়ে’ অভিযান চালাচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা জিম্মিদের রক্ষা করব এবং হামাসের সাথে সম্পর্কিত সবকিছুতে আঘাত হানব যতক্ষণ না জিম্মিরা মুক্তি পায়। আমরা যা প্রয়োজন সবই করব।’

বর্তমানে গাজায় মোট ৫০ জন জিম্মি আটক রয়েছেন, যাদের মধ্যে ২০ জনের জীবিত থাকার কথা বলে জানা যায়।

এই হুঁশিয়ারির মধ্যেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত বন্ধের আহ্বান জানালেও এখনও কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল, সিএনএন নিউজ।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা, যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুঙ্কার

ইউক্রেনের একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত। মঙ্গলবার (২৯ জুলাই) এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ