spot_img

লন্ডনের মেয়র সাদিক খান’কে নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

অবশ্যই পরুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বসেই সেদেশের রাজধানী লন্ডনের মেয়র সাদিক খানকে ‘নোংরা মানুষ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (২৮ জুলাই) স্টারমারের সঙ্গে আলাপের পর সাংবাদিকদের উদ্দেশে এমন কথা বলতে শোনা যায় ট্রাম্পকে।

এসময় ট্রাম্প বলেন, ‘আমার মনেহয় সে (সাদিক খান) ভয়াবহ কাজ করছেন।’ ‘আমি আপনার মেয়রের ভক্ত নই’ বলে স্টারমারকে উদ্দেশ্য করে ট্রাম্প বেশ কয়েকবার বলেন, ‘আমার মনেহয় লন্ডনের মেয়র বাজে কাজ করছেন।’

এসময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘সে (সাদিক খান) আমার বন্ধু।’ এই কথা শোনার পরও ট্রাম্প বেশ কয়েকবার তার বক্তব্যের পুনরাবৃত্তি করতে থাকেন।

এসময় সাংবাদিকরা পাল্টা ট্রাম্পকে প্রশ্ন করেন যে কেনো ট্রাম্প তাকে (সাদিক খান’কে) পছন্দ করেন না? যদিও এই প্রশ্নের কোনো সুষ্ঠু উত্তর ট্রাম্প দিতে পারেননি।

উল্লেখ্য, আগামী ১৭-১৯ সেপ্টেম্বর ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে যুক্তরাজ্য সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

সরকার বিদেশি পর্যবেক্ষকদের ওপর প্রভাব বিস্তার করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার কোনোভাবেই বিদেশি পর্যবেক্ষকদের ওপর প্রভাব বিস্তার করবে না।...

এই বিভাগের অন্যান্য সংবাদ