spot_img

সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না: তাসকিন

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ উঠেছে। বাল্যবন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। এমন ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তাসকিন লিখেছেন, সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না: আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবকে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)) আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তাসকিন ফোন করে তার বন্ধুকে ডেকে নেন এবং মারধর করেন। এবং ভয়ভীতি ও হুমকিও দেন এই পেসার। তবে তাসকিন এ বিষয়টিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।’

সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ