মোহিত সুরির পরিচালনায় ‘সইয়ারা’ সিনেমাটি মুক্তির মাত্র ১০ দিনের মাথায় ভারতের বক্স অফিসে প্রায় ২৫০ কোটি রুপি আয় করে ফেলেছে। এই রোমান্টিক মিউজিক্যাল ড্রামাটি শুধু দর্শকদের মন জয় করেনি, বরং আয়েও পেছনে ফেলেছে শাহরুখ খানের অন্যতম সফল প্রেমের সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-কে।
নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ‘সইয়ারা’য় তাদের বলিউড অভিষেক হলেও, প্রথম সিনেমাতেই তারা প্রমাণ করেছেন নিজেদের সামর্থ্য। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১০ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৪২ কোটির বেশি যেখানে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চেন্নাই এক্সপ্রেস’-এর আজীবন আয় ছিল ২২৭ কোটি রুপি।
‘সইয়ারা’র দ্বিতীয় সপ্তাহের আয় প্রথম সপ্তাহের চেয়েও বেশি। চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, দ্বিতীয় শনিবার ২৭ কোটি রুপি আয় করেছে ‘সইয়ারা’। এটি এখন ৩০০ কোটির মাইলফলকের দিকে ছুটছে।
প্রসঙ্গত, ‘সইয়ারা’ সিনেমার গল্প গড়ে উঠেছে এক তরুণ গায়ক ও একজন গীতিকারের প্রেম, হারানো, সাফল্য আর ব্যর্থতার মধ্য দিয়ে তাদের আবেগময় যাত্রাকে ঘিরে। রোমান্টিক এই সুরেলা গল্প দর্শকের হৃদয়ে দাগ কেটেছে।