spot_img

জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত চায় গণ অধিকার পরিষদ

অবশ্যই পরুন

নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দলটির ২০২৪ পঞ্জিকা বছরের আর্থিক বিবরণী জমার দেয়ার পর এ দাবির কথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৈঠকে আওয়ামী লীগ ও এর সহযোগীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার দাবিতে পুর্বের দেয়া চিঠির অগ্রগতি সম্পর্কে সিইসির কাছে জানতে চায় দলটি।

এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সিইসি তাদের জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের পদধারী কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

তিনি বলেন, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে, সেই জাতীয় পার্টি ও ১৪ দলের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এ সময় আশঙ্কা প্রকাশ করে রাশেদ খান আরও বলেন, এদের স্থগিত না করলে আওয়ামী লীগের ভোট জাপায় আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, দলটির ২০২৪ সালের আর্থিক বিবরণীতে আয় দেখানো হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। দলটির উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।

সর্বশেষ সংবাদ

ভক্তের দেয়া ৭২ কোটি রুপির সম্পত্তি ফেরত দিলেন সঞ্জয় দত্ত

বলিউড তারকা সঞ্জয় দত্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১৮ সালের একটি আবেগঘন ঘটনার কথা প্রকাশ করেছেন, যেখানে এক মৃত্যু পথযাত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ