spot_img

মারধরের ঘটনায় তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

অবশ্যই পরুন

ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত রাতে মিরপুর এক নম্বরে এই ঘটনা ঘটে এবং রাতেই অভিযোগটি থানায় দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রকৃত ঘটনা তদন্ত করা হচ্ছে এবং উভয় পক্ষকে নিয়ে বসে সমঝোতার চেষ্টা চলছে। পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে মারধরের প্রমাণ মিললে এবং সমঝোতা না হলে অভিযোগটি মামলা হিসেবে রুজু হবে। এই বিষয়ে নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান।

অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন আহমেদ। পরে তাসকিন তাকে কিল-ঘুষি মেরে জখম করেন এবং হুমকি দেন। থানা সূত্রে জানা গেছে, বাদী সিফাতুর রহমান সৌরভ এবং তাসকিন আহমেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ঘরের মাঠে বাংলাদেশ–পাকিস্তান তৃতীয় টি–টোয়েন্টিতে খেলেছেন তাসকিন আহমেদ।

সর্বশেষ সংবাদ

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির বিষয়ে পুলিশের জরুরি বার্তা

অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনলাইন আবেদন করার সময়সীমা বিষয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ পুলিশ। রোববার (২৪ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ