spot_img

মারধরের ঘটনায় তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

অবশ্যই পরুন

ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত রাতে মিরপুর এক নম্বরে এই ঘটনা ঘটে এবং রাতেই অভিযোগটি থানায় দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রকৃত ঘটনা তদন্ত করা হচ্ছে এবং উভয় পক্ষকে নিয়ে বসে সমঝোতার চেষ্টা চলছে। পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে মারধরের প্রমাণ মিললে এবং সমঝোতা না হলে অভিযোগটি মামলা হিসেবে রুজু হবে। এই বিষয়ে নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান।

অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন আহমেদ। পরে তাসকিন তাকে কিল-ঘুষি মেরে জখম করেন এবং হুমকি দেন। থানা সূত্রে জানা গেছে, বাদী সিফাতুর রহমান সৌরভ এবং তাসকিন আহমেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ঘরের মাঠে বাংলাদেশ–পাকিস্তান তৃতীয় টি–টোয়েন্টিতে খেলেছেন তাসকিন আহমেদ।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা

দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আসন্ন জাতীয় নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহযোগিতা একান্তভাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ