নিরাপত্তা উদ্বেগের কারণে রাশিয়ার নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। আজ মস্কো এই তথ্য নিশ্চিত করেছে, যদিও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থাগুলোকে বলেছেন, “সাধারণ পরিস্থিতির সঙ্গে এর সম্পর্ক রয়েছে। নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
জুলাই মাসের শেষ রোববার পালিত নেভি ডে বা নৌবাহিনী দিবসের প্রধান আকর্ষণ ছিল এই কুচকাওয়াজ, যা রাশিয়ার নাবিকদের সম্মান জানাতে উদযাপিত হয়। সেন্ট পিটার্সবার্গ শহরের উপকূলে যেসব যুদ্ধজাহাজ ও সাবমেরিনের কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল, সেই শহরের স্থানীয় কর্তৃপক্ষ গত শুক্রবারই অনুষ্ঠান বাতিলের ঘোষণা দিয়েছিল, তবে তখনো কোনো কারণ জানানো হয়নি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৭ সালে নেভি ডে পুনরায় চালু করেন, যা সোভিয়েত আমলে প্রায় চার দশক বন্ধ ছিল। আজ এক ভিডিও বার্তায় তিনি ইউক্রেনে অভিযানরত রুশ নাবিকদের ‘সাহসিকতা’ ও ‘বীরত্বের’ প্রশংসা করেন। নৌবাহিনীর বড় পরিসরের মহড়া ‘জুলাই স্টর্ম’-এ অংশগ্রহণকারী রুশ সেনাদের উদ্দেশে পুতিন বলেন, “আমরা এবারের নৌবাহিনী দিবস কর্মব্যস্ত পরিবেশে উদযাপন করছি।”
গত সপ্তাহে শুরু হওয়া এই মহড়া বাল্টিক ও কাস্পিয়ান সাগর ছাড়াও আর্কটিক ও প্রশান্ত মহাসাগরেও পরিচালিত হচ্ছে। পুতিন জানান, এতে ১৫০টির বেশি যুদ্ধজাহাজ ও ১৫ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছেন। তিনি আরও বলেন, “রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ এবং আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করাই লক্ষ্য।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া প্রতিদিন দেশটির বিভিন্ন অংশে বোমা হামলা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে রুশ ভূখণ্ডে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা বেড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার রাতে অন্তত ১০০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে অন্তত ১০টি সেন্ট পিটার্সবার্গ শহরের কাছাকাছি এলাকায় গুলি করে নামানো হয়।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্দার দ্রোজদেঙ্কো জানিয়েছেন, এতে একজন নারী আহত হয়েছেন। এই ড্রোন হামলার কারণে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয় এবং অনেকগুলো ফ্লাইট বিলম্বিত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ক্রেমলিন জানিয়েছে, পুতিন আজ সেন্ট পিটার্সবার্গে সফররত ছিলেন।