spot_img

কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বাতিল

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সব ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনের সভাপতি রিফাত রশিদ।

রিফাত রশিদ বলেন, “আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জানান, সংগঠনটি ভবিষ্যতে কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত শীঘ্রই জানানো হবে। এই পদক্ষেপকে ছাত্র রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা এলো।

সর্বশেষ সংবাদ

আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) এর সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ জুলাই)...

এই বিভাগের অন্যান্য সংবাদ