spot_img

‘কুলি’ নিয়ে রেকর্ডের আকাঙ্ক্ষা নেই: লোকেশ কানাগারাজ

অবশ্যই পরুন

সুপারস্টার রজনীকান্তকে নিয়ে লোকেশ কানাগারাজের পরিচালনায় আসছে বহু প্রতীক্ষিত ছবি ‘কুলি’। ছবির মুক্তির আগেই শুরু হয়েছে জল্পনা—এটা কি হতে চলেছে তামিল সিনেমার প্রথম হাজার কোটির ব্লকবাস্টার?

তবে বক্স অফিসের উত্তাপের মাঝে পরিচালক লোকেশের ভূমিকা একেবারেই ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছবির আয় যদি ১০০০ কোটিতে পৌঁছায়, আমি সবচেয়ে খুশি হব। কিন্তু এটিই আমাদের উদ্দেশ্য ছিল না।’ তবে ‘কুলি’ নিয়ে রেকর্ডের আকাঙ্ক্ষা নেই।

তিনি রেকর্ড ভাঙার মানসিকতা তুলনা করেন এক ব্যাটারের সঙ্গে, যে সেঞ্চুরি না পেয়ে হতাশ হয়—তবু দল জিতলে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

লোকেশ বলেন, ‘আমরা কেবল গল্পটা ঠিকঠাক বলতে চেয়েছি। এর বাইরে কিছু ভাবিনি। দর্শকই শেষ কথা বলবেন।’

এই কথাগুলোই যেন আরও একবার প্রমাণ করে, ‘কুলি’ শুধু এক বিগ-বাজেট সিনেমা নয়, বরং এক সততার জায়গা থেকে বানানো ছবি। আর তাতেই ভক্তরা পাচ্ছেন বিশেষ ভরসা।

এখন দেখার বিষয়—এই আন্তরিক প্রচেষ্টা শুধুই প্রশংসা কুড়ায়, নাকি সত্যিই গড়বে নতুন ইতিহাস!

সর্বশেষ সংবাদ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি গণকল্যাণমুখী নতুন রাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ