spot_img

গাজায় ত্রান অবরোধ আন্তর্জাতিক আইন ও মানবতার লঙ্ঘন: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ইসরায়েল কর্তৃক গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়া শুধু আন্তর্জাতিক আইনেরই লঙ্ঘন নয়, এটি মানবিকতা ও নৈতিকতারও চরম লঙ্ঘন।’

সংবাদমাধ্যম এবিসি’র সাথে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বলেন, ‘মার্চে ইসরায়েল যে সিদ্ধান্ত নিয়েছিল, খাদ্য সরবরাহ বন্ধ করা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গ।’

ফ্রান্সের মতো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমাদের সরকার অতি শীঘ্রই এমন কোনো পরিকল্পনা করছে না।’

তবে তিনি যোগ করেন, ‘যদি পরিস্থিতি অনুকূল হয়, আমরা এগিয়ে যাওয়ার পথ খুঁজব। কিন্তু প্রশ্ন হলো—হামাসকে কিভাবে বাদ দেয়া যায়?’

এই বিবৃতির পর থেকে ইসরায়েলি সরকার এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে গতকাল শনিবার (২৬ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করছি মাত্র।’

সর্বশেষ সংবাদ

ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ