spot_img

আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, কিন্তু প্রতিষ্ঠার আগে স্বীকৃতি নয়: মেলোনি

অবশ্যই পরুন

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সময় এখনো আসেনি—এমন মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র এখনও গঠিত হয়নি, তাই এই মুহূর্তে স্বীকৃতি দিলে তা হতে পারে বিপরীতমুখী পদক্ষেপ।

শনিবার (২৬ জুলাই) লা রিপাবলিকা পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, তবে তার আগে সেটিকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই।” এ বিষয়ে মেলোনি ব্যাখ্যা করে বলেন, “যদি এমন কিছু কাগজে-কলমে স্বীকৃতি পায় যা বাস্তবে এখনো প্রতিষ্ঠিত হয়নি, তাহলে সমস্যাটি সমাধান হয়েছে মনে হলেও আসলে সেটা হয়নি।”

এই বক্তব্য ফ্রান্সের সাম্প্রতিক ঘোষণার পরই এল, যেখানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়ে দিয়েছেন, ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বশেষ হিসেবে এবং জি-৭ গোষ্ঠীর প্রথম দেশ হিসেবে ফ্রান্স জাতিসংঘ সাধারণ পরিষদে সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধ বন্ধ করা এবং বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা। ফরাসি জনগণ মধ্যপ্রাচ্যে শান্তি চায়। এটি আমাদের দায়িত্ব, ফরাসিদের—ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে প্রমাণ করা যে শান্তি সম্ভব।”

ভাষাগত কারণে প্রতিবেদনটি ইংরেজি দৈনিক পলিটিকো থেকে অনুবাদ করা।

সর্বশেষ সংবাদ

সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষা হচ্ছে বৈষম্য দূরীকরণের হাতিয়ার। সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প...

এই বিভাগের অন্যান্য সংবাদ