spot_img

গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করলো ইসরায়েল

অবশ্যই পরুন

গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছিল এমন একটি জাহাজ ছিনতাই করেছে ইসরায়েল। শনিবার (২৬ জুলাই) ওই জাহাজ ছিনতাই করা হয় বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমসহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে।

ইরানভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ ও প্রেস টিভির খবরে বলা হয়, ‘হানদালা’ নামক জাহাজটি ইতালি থেকে রওনা হয়েছিল। জাহাজটিতে ২১ জন নিরস্ত্র কর্মী ছিল। তাদের মধ্যে অনেকে ছিলেন পার্লামেন্ট সদস্য, চিকিৎসক ও স্বেচ্ছাসেবক। জাহাজটির গন্তব্য ছিল গাজা উপকূল।

প্রেস টিভি-র তথ্য মতে, জাহাজের ক্রুরা জানান, ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলো কাছে আসার আগে তারা একটি ড্রোনকে তাদের জাহাজের ওপর চক্কর দিতে দেখেন।

পরিস্থিতি অনুধাবন করে তারা ‘জরুরি সাহায্যের বার্তা’ পাঠান।

জাহাজে থাকা হুয়াইদা আরাফ বলেন, ইসরায়েলি জাহাজগুলো দেখার পর তারা ইসরায়েলি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া মেলেনি।

সবশেষে, ওই জাহাজে থাকা ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য এমা ফুরো ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী এটা করেছে।’

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ক্রুরা জীবনরক্ষাকারী জ্যাকেট পরে একত্র হয়ে বসে আছেন, এবং সংঘাত এড়াতে হাত ওপরে তুলে রেখেছেন।

ফুরো বলেন, ‘গণহত্যা বন্ধ করো।’ তিনি ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেন।

এই যুদ্ধ চলাকালে ইসরায়েল ২০০৭ সাল থেকে আরোপিত কঠোর অবরোধকে আরও কঠোর করেছে, যার ফলে অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রায় পুরোপুরি আটকে গেছে।

সরাসরি সামরিক হামলার পাশাপাশি এই অবরোধকে, অনাহারকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এটার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা করা হচ্ছে। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় ৫৯ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

হানদালাতে শিশু খাদ্য, খাবার ও ওষুধসহ মানবিক সহায়তা বহন করা হচ্ছিল, যা ওই অঞ্চলের অসহনীয় পরিস্থিতিতে একান্ত প্রয়োজন ছিল।

গত মাসেও ইসরায়েলি সেনাবাহিনী একইভাবে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছিল, যাতে ১২ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কর্মী ছিলেন।

এছাড়া, মে মাসে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যান্য কর্মীদের বহনকারী একটি অনুরূপ জাহাজও ইসরায়েলি ড্রোন দ্বারা আক্রমণের শিকার হয়েছিল, যখন সেটি মাতার উপকূলের কাছে ছিল।

সূত্র: মেহের নিউজ, প্রেস টিভি, টাইমস অব ইসরায়েল

সর্বশেষ সংবাদ

আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) এর সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ জুলাই)...

এই বিভাগের অন্যান্য সংবাদ