নানা জটিলতা ও অপেক্ষার পর অবশেষে প্রকাশ পেল ২০২৫ সালের এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই মর্যাদাপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর, ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। আট দল নিয়ে আয়োজিত এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।
ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার পরও যখন এশিয়া কাপের চূড়ান্ত সূচি নিয়ে অনিশ্চয়তা কাটেনি, তখনই স্বস্তির খবর দিলেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি।
শনিবার বিকেলে সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি জানান, এবারের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। পরে আরেকটি পোস্টে তিনি প্রকাশ করেন প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি।
এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে অংশ নিচ্ছে আটটি দল— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
১১ সেপ্টেম্বর: হংকংয়ের বিপক্ষে
১৩ সেপ্টেম্বর: শ্রীলঙ্কার বিপক্ষে
গ্রুপ পর্ব শেষে ২০ সেপ্টেম্বর শুরু হবে সুপার ফোর পর্ব, যেখানে দুই গ্রুপের শীর্ষ দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ২৮ সেপ্টেম্বর হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
মূলত এই এশিয়া কাপ ভারতের মাটিতেই আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে আয়োজক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত আয়োজক থাকলেও পাকিস্তান দল ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানালে, যৌথভাবে নির্ধারিত হয় নিরপেক্ষ ভেন্যু— সংযুক্ত আরব আমিরাত।