spot_img

জবাবদিহিতা না থাকায় গত দেড় দশকে রাজনৈতিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়েছে: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

গণতন্ত্রকে সঠিকভাবে চলতে দিতে হবে, পাশাপাশি সবক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। জবাবদিহিতা না থাকায় লুটপাট হয়েছে চরমভাবে।

তিনি বলেন, বিলম্ব না করে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে হবে। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই যৌক্তিকভাবে নির্বাচন চায়।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামো এবং অর্থনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন। তবে সেটি একদিনে সম্ভব নয়, এর জন্য সময় দরকার।

যুক্তরাষ্ট্রের নয়া বাণিজ্য শুল্ক ইস্যু দেশের জন্য সম্ভাব্য নেতিবাচক হিসেবে মনে করেন মির্জা ফখরুল। বলেন, ট্রাম্পের ট্যারিফ আমাদেরকে বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে। এ থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষভাবে আলোচনা করা জরুরি।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা কাতারের

কাতারের দোহায় হামাসের শীর্ষ হামাস নেতাদের ওপর লক্ষ্য করে ইসরায়েলের হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা জানিয়েছে কাতার। বিবৃতিতে কাতার জানায়, এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ