ইউরোপের দেশগুলোকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইমিগ্রেশন ইউরোপকে ধ্বংস করছে। তাদের এখনই ব্যবস্থা নিতে হবে।’
শুক্রবার স্কটল্যান্ডে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘ইমিগ্রেশনের বিষয়ে তোমরা যদি এখনই ব্যবস্থা না নাও, তাহলে ইউরোপ থাকবে না। এখনই পদক্ষেপ নিতে হবে।’
ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প জার্মানি থেকে যাওয়া অভিবাসী ছিলেন এবং মা মেরি অ্যান ম্যাকলিওড স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। অথচ সেই ট্রাম্পই বলছেন, ইউরোপের অনেক দেশকে অভিবাসন বন্ধ করতে হবে।
ইউরোপ সফরের সময় তার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, কিছু নেতারা এই অভিবাসন থামিয়েছেন, কিন্তু তারা যথাযথ প্রশংসা পাচ্ছেন না।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে তার প্রশাসনের কঠোর পদক্ষেপ সফল হয়েছে।
তিনি বলেন, ‘গত মাসে আমাদের দেশে কেউ প্রবেশ করেনি। আমরা অনেক খারাপ লোককে বের করে দিয়েছি।’
জাতিসংঘের ২০২০ সালের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা প্রায় ৮৭ মিলিয়ন (৮ কোটি ৭০ লাখ)।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প কঠোর অভিবাসন নীতির পথে হাঁটেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসী বহিষ্কার কর্মসূচি চালু করার অঙ্গীকার করেন এবং ইতোমধ্যে হাজার হাজার অভিবাসীকে বহিষ্কার করেছেন।
তবে তার এই কঠোর অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রেই বিশ্বের সবচেয়ে বড় অভিবাসী জনগোষ্ঠী রয়েছে।
সূত্র: এনডিটিভি