ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল স্টার জলসার সিরিয়াল শুটিং স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে স্টুডিওর তিনটি ফ্লোর। দুর্ঘটনাটি ভারতের দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকার ম্যাকনেল স্টুডিওতে ঘটেছে, যেখানে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বুলেট সরোজিনী’র শুটিং হচ্ছিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে শুটিংয়ের সময় এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো তিনটি ফ্লোরে ছড়িয়ে পড়ে এবং পুরো শুটিং সেট পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে সিরিয়ালের নায়ক অভিষেক বীর শর্মা জানিয়েছেন, আগুন লাগার সময় আমরা সবাই প্যাকআপ করে চলে গিয়েছিলাম। তবে আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসারসহ কিছু স্টাফ তখন সেটে ছিলেন। সাধারণত ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটে, তবে গতকাল যা ঘটেছে তা ভয়াবহ ছিল। তিনটি ফ্লোর একসঙ্গে পুড়ে গেছে।
অভিষেক আরও বলেন, শুক্রবার শুটিং বন্ধ রাখা হয়েছে, তবে শনিবার থেকে আবার শুটিং শুরু হবে। তবে সবচেয়ে ভালো কথা হলো, এই অগ্নিকাণ্ডে কেউ আহত হননি।
এদিকে, ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে সিরিয়ালটি হঠাৎ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, যেহেতু পুরো শুটিং সেট নষ্ট হয়ে গেছে।