spot_img

৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি করলেন ডি ভিলিয়ার্স

অবশ্যই পরুন

ক্রিকেট দুনিয়ায় মারকুটে ব্যাটারদের মধ্যে এবি ডি ভিলিয়ার্সের নাম শীর্ষের দিকেই থাকে। তার অনন্য ব্যাটিং স্টাইল এবং উইকেটের সব দিকেই মারকুটে শট খেলার ক্ষমতার কারণে তিনি ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী’ নামেও পরিচিত এনে দিয়েছে। নিজেকে চূড়ান্ত ফর্মে রেখেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, ব্যাট হাতে চার-ছয় মারার সেই ক্ষমতা আজও ভুলে যাননি দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। তার সর্বশেষ প্রমাণ হল, ৪১ বলে সেঞ্চুরি করে তিনি আবারও নিজের কীর্তি তুলে ধরলেন।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ২০২৫-এর অষ্টম ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স মুখোমুখি হয়। লেস্টারের গ্রেস রোডে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ১৫২ রান তোলে। ফিল মাস্টার্ড ৩৯ রান করেন, তবে রবি বোপারা মাত্র ৭ রান করতে সক্ষম হন। পরে মইন আলি (১০), সামিত প্যাটেল (১৬ বলে ২৪), ইয়ন মরগান (২০) ও টিম আমব্রোজ (১৯*) মিলে সম্মানজনক সংগ্রহ গড়েন ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ওয়েইন পার্নেল ও ইমরান তাহির দুটি করে উইকেট নেন, আর একটি করে উইকেট পান ডুয়ান অলিভিয়ার ও ক্রিস মরিস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা ২৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকলেও, সবচেয়ে ঝলমলে ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। মাত্র ৫১ বলেই তিনি অপরাজিত থেকে ১১৬ রান করেন, ২১ বলে ফিফটি পূর্ণ করে সেঞ্চুরি করেন ৪১ বলে। ১৫টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে তার বিধ্বংসী ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে সহজ জয় এনে দেয়।

ডি ভিলিয়ার্সের এই ইনিংসের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নেয়। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জয় লাভ করে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।

সর্বশেষ সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ