ভুটান নারী ফুটবল লিগে গোল বন্যা বইয়ে চলেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। সর্বশেষ ম্যাচে থিম্পু এফসি ২৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে গেলেফু সিটিকে। এই জয় থিম্পুর ইতিহাসে নয়, পুরো লিগেরই অন্যতম বড় জয়। আর এই জয়ের নায়ক দুই বাংলাদেশি মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।
ম্যাচের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ছিলেন বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার মারিয়া মান্দা। একাই করেছেন ৮ গোল, পূর্ণ করেছেন ডাবল হ্যাটট্রিক। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।
ম্যাচ শেষে মারিয়া বলেন, ‘নিজেও অনেক গোল করেছি, দলও জিতেছে, আবার ম্যাচসেরাও হয়েছি। সব মিলিয়ে খুব ভালো লাগছে।’
গোল উৎসবে মারিয়ার সঙ্গে যোগ দিয়েছিলেন আরেক বাংলাদেশি তারকা শামসুন্নাহার সিনিয়র। তিনিও করেছেন হ্যাটট্রিকসহ মোট চারটি গোল। দুইজন মিলে দলকে উপহার দিয়েছেন ১২টি গোল।
এদিকে, থিম্পু এফসির স্কোয়াডে আরও আছেন বাংলাদেশি ফরোয়ার্ড সানজিদা আক্তার। তবে ঢাকায় কোচিং কোর্সে অংশ নেওয়ায় ম্যাচটিতে তাকে মাঠে দেখা যায়নি।
এর আগের সপ্তাহে আরেক বাংলাদেশি ফুটবলারদের দল পারো এফসি ২২-০ গোলে জয় পেয়েছিল। সেই রেকর্ডকে পেছনে ফেলে থিম্পু এফসি এখন লিগে সর্বোচ্চ ব্যবধানে জয়ের নতুন ইতিহাস গড়ল।