spot_img

অতিনির্ভরশীল নয়, সবার সাথেই সুসম্পর্ক চায় ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

কোনো দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়, সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে সরকার। এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা বজায় রেখে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা হচ্ছে। ঢাকা কারও ওপর অতিনির্ভরশীল হতে চায় না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

ভারত থেকে ডাক্তার এসেছেন, এর মাধ্যমে ভারতের সাথে সম্পর্কের যে শীতলতা বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম দিন থেকেই বলে এসেছি আমরা সবার সাথে ভালো সম্পর্ক চাই। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই না এমন কথা কেউ কখনও বলেনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পরে যে দেশগুলো আমাদের সহায়তা দিতে চেয়েছে তাদের মধ্যে ভারত একটি। আমরা বার্ন ইউনিটের কাছে তথ্য চেয়েছি। তারা যা বলেছে সেই অনুয়ায়ী আমরা তাদের জানিয়েছি। এই প্রেক্ষিতে দুইজন ডাক্তার ও দুইজন নার্স এসেছেন। তারা তাদের যতটা চিকিৎসা দেয়া যায় দিবেন।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন নিয়ে তিনি বলেন, এ বিষয়ে এমনিতেই ২ বছর পর রিভিউ হবে। তখন চাইলে এটিকে সরিয়েও দেয়া যাবে। আমার মনে হয় না এ ধরনের পরিস্থিতি হবে। আমরা আমাদের নিজেদের স্বার্থ দেখেই কাজ করেছি। আমরা দীর্ঘ সময় নিয়েছি এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় এটি খেয়াল রেখেছি। বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। সরকার বিশ্বাস করে এটি বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে যাবে না পক্ষেই যাবে।

সর্বশেষ সংবাদ

ইরানে আইএইএর পরিদর্শকদের ফেরার পথ খুলছে, আশাবাদী গ্রোসি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার ইরানে একটি কারিগরি প্রতিনিধি দলকে পরিদর্শনের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে 'উৎসাহিত'...

এই বিভাগের অন্যান্য সংবাদ