spot_img

দক্ষিণী সিনেমায় জাহ্নবীর দাপট, পারিশ্রমিক এখন ৬ কোটি

অবশ্যই পরুন

বলিউডের তরুণ প্রজন্মের নায়িকা জাহ্নবী কাপুর এখন দক্ষিণ ভারতীয় সিনেমায় নতুন সেনসেশন। এনটিআর জুনিয়রের সঙ্গে ‘দেভারা’ ছবিতে আলোচিত অভিষেকের পর এবার আরও বড় বাজেটের তেলেগু সিনেমা ‘পেড্ডি’-তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এই ছবির জন্য নিজের পারিশ্রমিক বাড়িয়ে ৬ কোটি রুপিতে নিয়ে গেছেন জাহ্নবী, যা আগের চেয়ে এক কোটি বেশি।

‘পেড্ডি’ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন রাম চরণ। সময়কে ঘিরে নির্মিত এই স্পোর্টস ড্রামাটি পরিচালনা করছেন ‘উপেন্না’ খ্যাত বুচি বাবু সানা। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী এ আর রহমান। প্রযোজনায় মাইথ্রি মুভি মেকার্স। মুক্তির দিন চূড়ান্ত হয়েছে-২০২৬ সালের ২৭ মার্চ।

ছবির কাহিনিতে থাকছে গ্যাং প্রতিদ্বন্দ্বিতা, খেলার উত্তেজনা আর এক অনন্য পিরিয়ড সেটআপ। সবমিলিয়ে এটি হতে চলেছে একটি উচ্চাভিলাষী, জাঁকজমকপূর্ণ প্যান-ইন্ডিয়া ছবি।

এদিকে অলু অর্জুন ও আটলি কুমারের আসন্ন একটি ছবিতে জাহ্নবীর নাম ভাবা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। দক্ষিণের দর্শকের মধ্যে তাঁর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে, আর তাতেই জাহ্নবী হয়ে উঠছেন টলিউডের নতুন ‘নর্থ ইন্ডিয়ান ফেভারিট’।

সর্বশেষ সংবাদ

ইরানে আইএইএর পরিদর্শকদের ফেরার পথ খুলছে, আশাবাদী গ্রোসি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার ইরানে একটি কারিগরি প্রতিনিধি দলকে পরিদর্শনের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে 'উৎসাহিত'...

এই বিভাগের অন্যান্য সংবাদ