spot_img

ভয় পেয়েছেন সালমান, দেখা যাবে না আর খোলা বারান্দায়!

অবশ্যই পরুন

বিগত এক বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের একের পর এক হুমকিতে চাপে আছেন বলিউড সুপারস্টার সালমান খান। এমনকি নায়কের বাড়ির সামনেই গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এ নিয়ে বাসায় নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও নিজের মনকে সামাল দিতে পারছেন না নায়ক; কমছে না ভয়। তাই নিজের নিরাপত্তা আরও জোরদার করলেন আবার!

ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, এবার নিজের বান্দ্রার বাসার বারান্দা ঢেকে দিতে যাচ্ছেন সালমান। সাধারণত খোলা বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন জানাতেন সালমান। এবার সেই বারান্দাতেই বসছে নিরাপত্তার চাঁদর!

জানা গেছে, বারান্দায় এবার পর্দার বদলে বসেছে ভারী নিরাপত্তা কাচ। এর আগে তার বাসার জানালাগুলোতে বুলেটপ্রুফ কাচ লাগানো হয়েছিল, এবার বারান্দাতেও যুক্ত হলো সেই স্তর।

সূত্রের মতে, বিশ্নোই গ্যাংয়ের ক্রমাগত হুমকির পাশাপাশি রাজনীতিক ও সালমান-ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড মুম্বাই পুলিশের উদ্বেগ বাড়িয়েছে। ফলে অভিনেতার নিরাপত্তায় যুক্ত করা হয়েছে ৪০ জনের বিশেষ নিরাপত্তা দল। গত বছরই সালমান কিনেছেন একটি বুলেটপ্রুফ গাড়িও।

তবে এই কাচ লাগানোর নেপথ্যে সালমান খান জানালেন সম্পূর্ণ ভিন্ন এক কারণ। তার ভাষায়, আমাদের ফ্ল্যাটের উচ্চতা তুলনামূলকভাবে কম হওয়ায় বহু অনুরাগী বাইরের পাইপ বেয়ে উঠে বারান্দায় ঢুকে পড়েন। এমনকি কখনো কখনো বারান্দায় অচেনা মানুষ ঘুমিয়ে থাকতে দেখা যায়। সেই কারণেই বাধ্য হয়ে কাচ বসাতে হয়েছে।

তবে হুমকি থেকে ভয় পেয়েই কি এই সিদ্ধান্ত, নাকি শুধুই নিরাপত্তাজনিত সতর্কতা- তা নিয়ে থাকছে প্রশ্ন। তবে যাই হোক না কেন, সেই খোলা বারান্দায় আর আগের মতো সালমানকে দেখতে পাবেন না ভক্তরা।

সর্বশেষ সংবাদ

বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের বাসভবনে মির্জা ফখরুল

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ